ট্রেনে কেটে চাঁপাইনবাবগঞ্জে ইব্রাহিম আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুরে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাষ্টার মো. ওবাইদুল্লাহ ও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ ইব্রাহিম আলীর পূর্ণাঙ্গ পরিচয় জানাতে পারেনি। তবে তিনি জামালপুর জেলার বাসিন্দা এবং তার পিতার নাম আমির হোসেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় ইব্রাহিমকে দেখতে পেয়ে জেলা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :