AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৫:১০ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
মাগুরার শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল শনিবার সকালে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) এর উদ্যোগে অত্র বিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরোলোকগত দম্পতি মরহুম আহমদ উল্লাহ ও মরহুম রাজিয়া বেগম এর আত্মার মাগফিরাত কামনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয় ।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুনের সভাপতিত্বে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) এর প্রতিষ্ঠাতা  ও সভাপতি মো. জাহিদুল ইসলাম উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। আরএসইউএফ এর ব্যবস্থাপক মো. আবু সোলায়মান এর সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য আমজাদ হোসেন, হায়াত আলীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষা-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান আরএসইউএফ ২০০০ সাল থেকে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণসহ শিক্ষা উন্নয়নে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। অর্থের অভাবে কোন শিক্ষার্থী ঝরে না যায় সে বিষয়েও তারা কাজ করছে। ফাউন্ডেশনের কর্মধারাকে তরান্বিত করতে অদুর ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান আত্ম-মানবতার সেবায় কাজ করে যাবে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!