মুন্সীগঞ্জের শ্রীনগরে গণঅধিকার পরিষদের (জিওপি) উদ্যােগে অসহায় শীতার্ত পাঁচ-শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার বেলা ১১টায় উপজেলার কলেজ রোডে লালগোলাপ কমিউনিটি সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়।
গণঅধিকার পরিষদ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব শ্যামলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহিদ আহম্মেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, থানা শাখার উপদেষ্ঠা হাছেন শেখ খোকন, ইনছু মৃধা।
আরো উপস্থিত ছিলেন, থানা শাখার সহ-সভাপতি রিপন শেখ, সাংগঠনিক সম্পাদক আল আমিন মাঝি, যুগ্ম সাধারন সম্পাদক আরাফাত হোসেন সোহাগ, সহ-সাধারন সম্পাদক বাবুল শেখ, বিল্লাল হোসেন রাজু, দিদার হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :