AB Bank
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোম্পানীগঞ্জে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ২৫ কিশোর


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নোয়াখালী
০৫:২১ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
কোম্পানীগঞ্জে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ২৫ কিশোর

শিশুদের মসজিদে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের দারুস সালাম জামে মসজিদ কর্তৃপক্ষ। উদ্যোগ গ্রহণের পর থেকে কিশোররা দলে দলে এসে মসজিদে নামাজ আদায় করতে থাকে। এতে বদলে যায় এলাকার পরিবেশ। টানা ৪১ দিন মসজিদে নামাজ আদায় করে ২৫ জন কিশোর প্রত্যেকে একটি করে সাইকেল দেওয়া হয়। নতুন বছরে দারুণ উপহার পেয়ে কিশোররা উল্লসিত।

শনিবার (৪ জানুয়ারি) ২০২৫ এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির হাত থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করে। পুরস্কার প্রদান করেন, ঢাকার মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, মাসুদ আলম, আবদুল্লাহ আল মামুন, মিজানুর রহমান প্রমুখ।

পুরস্কারপ্রাপ্তরা জানায়, সাইকেল পেয়ে তাদের প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সুবিধা হলো। তবে পুরস্কারের চেয়েও বড় প্রাপ্তি হচ্ছে, তারা এখন মসজিদের নিয়মিত মুসল্লি হয়ে গেছে। এলাকার মানুষ বলছে, সমাজে যখন অপরাধ প্রবণতা বাড়ছে, সেই সময়ে কিশোররা যদি মসজিদমুখী ও চরিত্রবান হয়, তাহলে সৎ ও ভালো মানুষ যেমন তৈরি হবে। তেমনি মা-বাবাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারবেন।

দারুস সালাম মসজিদ কমিটির সভাপতি মো কামাল হোসেন বলেন, এটি আমাদের একটি সাহসী উদ্যোগ ছিল। আর্থিকভাবে আমাদের একটু হিমশিম খেতে হলেও শিশুদের নামাজি করতে পেরে এবং তাদের খুশি করতে পেরে আমরা আনন্দিত।

এই উদ্যোগের সমন্বয়ক হাফেজ কুতুব উদ্দীন বলেন, ‍‍`আমাদের উদ্দেশ্য ছিলো কোরআনের সেই বর্ণনা অনুযায়ী বাবা-মা এমন একটি সন্তান পাবে যে সন্তান হবে চক্ষুশীতল কারী। একইসঙ্গে সে সমাজের জন্যও একজন উপকারী বন্ধু হয়ে উঠবে।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!