সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নতুন বদলপুর গ্রামের পাশে নদীতে মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে চোরাই পথে আসা অবৈধ ৭৯ বস্তা ভারতীয় চিনি সহ, ১টি স্টিল বডি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে পুলিশ। এবং পুলিশ চিনি ও নৌকা উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন।
এসময় মধ্যনগর থানার ওসি মোঃ সজীব রহমান এর দিকনির্দেশনা, এসআই মোঃ ইউছুব আলী (বিপি-৮১০২০২৬৮৬৫) সঙ্গীয় এএসআই শাহ আশরাফুল, এএসআই মোঃ মিজানুর রহমান,মোঃ তাওহীদুল ইসলাম সহ সোয়া ১ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানাধীন ৩ নং চামরদানী ইউনিয়নের অর্ন্তগত নতুন বদলপুর গ্রামের ইছন আলীর বাড়ীর উত্তর পার্শ্বে নদীর ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৯ বস্তা ভারতীয় চিনি ও নৌকা জব্দ করেছে।এতে প্রতি বস্তায় ৫০ কেজি করে ৭৯ বস্তায় ৩৯৫০ কেজি। প্রতি কেজি চিনির অনুমান মূল্য ১০০ টাকা,যার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার টাকা। এবং ১টি স্টীলের তৈরী ইঞ্জিন চালিত নৌকার মূল্য অনুমান-৬ লক্ষ টাকা। অজ্ঞাতানামা পলাতক আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। উক্ত এজাহারের প্রেক্ষিতে মধ্যনগর থানার মামলা নং-০৩, রুজু করা হয়। মামলাটির তদন্তভার এসআই মোঃ আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :