বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২১ নম্বর জেলা কমিটি হিসেবে বাগেরহাট জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। এতে জেলা কমিটির মুখপাত্র করা হয়েছে মোরেলগঞ্জের সায়মন জিয়নকে। কমিটির বিজ্ঞপ্তিতে হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
এছাড়াও মোরেলগঞ্জের মুসাদ্দিক বিল্লাহ তামিম- যুগ্ম আহ্বায়ক,নাজমুল হাসান তাজিম-যুগ্ম আহ্বায়ক, সামান্থা ইয়াসমিন-যুগ্ম সদস্য সচিব, মুবিনুল হাসান অনি-সংগঠক সাবরিনা আক্তার দিনা - সহকারী মুখপাত্র, ফাহিম শাহরিয়ার মোল্লা-সদস্য মোঃ তারেক হোসেন শেখ-সদস্য,আদিল হাসান-সদস্য,মোঃ নাইম খান -সদস্য হিসেবে কমিটিতে স্হান পেয়েছে।
জেলা কমিটির কমিটির মুখপাত্র মুক্তিযোদ্ধার সন্তান মোরেলগঞ্জের সায়মন জিয়ন এ প্রতিবেদককে বলেন,জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে বাক স্বাধীনতা ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি তা সমুন্নত রাখতে, জুলাই বিপ্লবের ম্যান্ডেট ও চেতনাকে ধরে রাখতে ও সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র দ্বারা অর্পিত আমার দায়িত্ব পালনে আমি সদা প্রস্তুত ও সচেষ্ট থাকবো।আমি চাই পরিবর্তনের এই বিপ্লবী ধারার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক শাখা সহ প্রতিটা মানুষের মনের ভেতরেও যদি একনায়কতন্ত্র বা সুপ্ত ফ্যাসিজম থাকে তবে তাও বিনষ্ট হোক, শুভ্র ও সুন্দর হোক সবার মন এবং আমাদের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :