AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে  তাল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৭:৪৮ পিএম, ৪ জানুয়ারি, ২০২৫
আদমদীঘিতে  তাল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরফান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কদমা গ্রামে এ ঘটনা ঘটে। আরফান আলী কদমা গ্রামের মৃত উমিদ আলীর ছেলে। 

জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের কদমা গ্রামের আরফান আলী পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনের আদমদীঘি টু করজবাড়ী সড়কের কদমা গ্রামের পাশে বেশকিছু তালগাছ রয়েছে তার মধ্যে একটি গাছের ডাল কাটতে ওপরে ওঠেন। এরপর ডাল কাটতে লাগলে অসাবধানতাবশতঃ হাতে ধরা একটি ডাল বিদ্যুৎ সরবরাহ লাইনের উপর পড়লে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে বিদ্যুতিক লাইন বন্ধ করে। পরে ঘটনার খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!