নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৪ জানুয়ারি) বিকালে নাসিরনগর ইউনিয়ন বিএনপি উদ্যোগে কলেজ মোড়ে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মো. ডিপটি মিয়ার সভাপতিত্বে ও আব্দুল বাতেন শরীফ ও সোহাগ চৌধুরীর যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও জিসাসের কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি এম.এ হান্নান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম ভূইয়া রেনু, আমিরুল হোসেন চকদার, বশির উদ্দিন চৌধুরী, শাহ নেওয়াজ চৌধুরী, ইব্রাহিম মিয়া, আয়োব খান, আব্দুল কাদির শরীফুল ইসলাম ভূইয়াসহ নাসিরনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে মিলিত হতে থাকে। সমাবেশে বক্তারা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :