আমন ধানের মাঠ এখন ফাঁকা। ফসল উঠে গেছে কৃষকের ঘরে। সেই মাঠে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে তৈরি করা হয়েছে বৃত্তাকার মাঠ। দুই পাশে হাজারো মানুষ। কেউ বসা, আবার কেউবা দাঁড়িয়ে। মাঝখানে প্রাণপণ ছুটছে প্রতিযোগী ঘোড়া। ঘোড়ার পিঠে সওয়ারি। গতি বাড়াতে ঘোড়ার পিঠে পড়ছে চাবুকের ঘা। সময়ের সঙ্গে সঙ্গে এক ঘোড়া থেকে অন্য ঘোড়ার বাড়ে ব্যবধান। একসময় সব ঘোড়াকে পেছনে ফেলে এগিয়ে যায় একটি ঘোড়া। মাঠভরা দর্শক সেই ঘোড়া ঘিরে মেতে ওঠে জয়োল্লাসে।
টাংগাইলে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে কেরাম জানি গ্রামে আজ শনিবার ৪-১-২০২৫(জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় কেরামজানি নবজাগরণ সংগঠন এর আয়োজনে হয়ে গেল ঐতিহ্যের এমন এক ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নেমেছিল।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার এর সঞ্চালন, নাজিমউদ্দীন মাস্টার প্রতিষ্ঠাতা শিক্ষক বলিভিয়া ফাজিল মাদ্রাসা এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌরসভার তত্ত্বাবধায়ক সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছেলে।
প্রধান অতিথি ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, "খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে। এই আয়োজনের মাধ্যমে অনেক মানুষ একত্র হয়েছে। হারিয়ে যাওয়া এসব খেলা টিকিয়ে রাখতে সবার উদ্যোগ প্রয়োজন। ঘোড়া দৌড় একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :