তিন মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়ায় পার-ভাঙ্গুড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ভেড়ামারা ঈদগাহ্ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার-ভাঙ্গুড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
সমাবেশে বক্তারা এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেন।
একুশে সংবাদ//র.ন
আপনার মতামত লিখুন :