AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে ছাত্রদল- আ‍‍`লীগ সংঘর্ষ আহত- ৫


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৪:২৪ পিএম, ৫ জানুয়ারি, ২০২৫
লালপুরে ছাত্রদল- আ‍‍`লীগ সংঘর্ষ আহত- ৫

নাটোরের লালপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ- বিএনপি ছাত্রদলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।


শনিবার (০৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি জয়, জিয়াদ ও ছাত্রদল কর্মী সাগর। আহতদের মধ্যে জিয়াদকে রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোষ্ট করে ছাত্রলীগ কর্মী জয়। এ ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ওই ছাত্রলীগকর্মীকে মারধর করে। পরে জয়ের স্বজনরা একত্রিত হয়ে সুইটকে ধাওয়া দেয়। পরে সুইট তার নেতাকর্মীদের একত্রিত করে রঘুনাথপুরে আওয়ামীলীগ সমর্থকের তিন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।


এসময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় সেনাবাহিনী সদস্য জিহাদসহ অনন্ত ৫ জন আহত হয়। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, বর্তমানে  পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একুশে সংবাদ////র.ন

Link copied!