বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনিত করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাকিব হাসান।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর আল-ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নগর শাখার সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে আরাফাত হোসেন মিলন সভাপতি নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।
সভাপতির দায়িত্ব গ্রহণের পর মিলন সদস্যদের পরামর্শক্রমে শাখা সেক্রেটারি হিসেবে রাকিব হাসানকে মনোনীত করেন। তিনি আনুষ্ঠানিকভাবে রাকিবের নাম ঘোষণা করেন এবং নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :