AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যমুনা রেলসেতুতে পূর্ণ গতিতে ট্রায়াল ট্রেনের চলাচল শুরু


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৪:৪১ পিএম, ৫ জানুয়ারি, ২০২৫
যমুনা রেলসেতুতে পূর্ণ গতিতে ট্রায়াল ট্রেনের চলাচল শুরু

যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে পূর্ণ গতিতে পরীক্ষামূলক ট্রায়াল ট্রেনে চলাচল শুরু করেছে, এটি চলবে আগামীকাল পর্যন্ত। রোববার সকা‌লে তথ্যটি নিশ্চিত করে রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।


পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় একটি ট্রেন সকাল ৮টা ৩০ মিনিটে ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। সিরাজগঞ্জ প্রান্ত থেকে অপর একটি ট্রেন একটি ইঞ্জিন বগি নিয়ে পশ্চিম প্রান্তের দিকে যাত্রা শুরু করে।


এর আগে, গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কি.মি. গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল ক‌রে‌ছে। রোববার পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচল ক‌রছে। রেলওয়ে সেতুটি আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি বা শেষের দিকে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।


প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছেন। এই প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়। এরপর গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কি.মি. গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন চলে।

 

একুশে সংবাদ////র.ন

Link copied!