শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাঁও ইউনিয়নের বড়ময়দান এলাকায় ৫ জানুয়ারি রোববার ভোর সাড়ে ৪টার দিকে নালিতাবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫০ বোতল ভারতীয় মদসহ মোঃ ওয়াসিম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ ওয়াসিম নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের জনৈক মোঃ ইদ্রিস আলীর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাঁও ইউনিয়নের বড়ময়দান এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ ওয়াসিম ভারত থেকে মদ গুলো নিয়ে আসার সময় উৎপেতে থাকা পুলিশের অভিযানিক দল ওই ৬৫০ বোতল মদসহ তাকে হাতেনাতে আটক করে।
এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে ধৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :