গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোর ধানের উফসী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৮৫ জন কৃষকের ৫০ একর জমিতে ধানের চারা রোপন উদ্বোধন করা হয়েছে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন।
রোববার (৫ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তার উজ্জামানের সঞ্চালনায় সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊমি, সহকারী কমিশনার নেজারত শাথা অভ্র জ্যোতি বড়াল। তাছাড়া শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক-কৃষাণী, স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :