২০২৪-২০২৫ অর্থবছরে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় দেশীয় মাছ এবং শামুক সংরক্ষন প্রকল্পের আওতায় পোনামাছ অবমূক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
৫ জানুয়ারী রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মুখে দীঘিতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার, সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম সহ অনেকে। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মৎস্য সম্পদ উন্নয়ন সম্পর্কে বিস্তর আলোচনা করেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :