তারুণ্যের উৎসব যথাযথভাবে উদযাপন উপলক্ষে বরিশালের উজিরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারী রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিএম জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ শাহে আলম,পৌর জামায়াতে ইসলামীর আমীর আল-আমিন সরদার, বরিশাল জেলা যুব আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ রিয়াজ আহমেদ সহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী,শিক্ষক প্রতিনিধি ও সুশিল সমাজের সকল প্রতিনিধি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :