AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাঙ্গুয়ার হাওরে বুনো হাঁস-পাখি শিকারের অপরাধে তিনজনকে আটক


Ekushey Sangbad
হৃদয় দেবনাথ
০৭:০৯ পিএম, ৫ জানুয়ারি, ২০২৫
টাঙ্গুয়ার হাওরে বুনো হাঁস-পাখি শিকারের অপরাধে তিনজনকে আটক

ফাঁদ দিয়ে বন্য প্রাণী-পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।


আজ (৫ জানুয়ারি) সকালে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০) ও পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন ঢাকা বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে আনসার সদস্যরা তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের নামে মামলা দায়ের প্রস্তুতি চলছে।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম ঢাকা সাংবাদিকদের বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাস, পরিযায়ী পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজকে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে।  ভবিষ্যতেও আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ////র.ন

Link copied!