চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল ধোপাছড়িতে দিনদুপুরে সশস্ত্র মহড়া দিয়েছে পাহাড়ি শান্তি বাহিনী নামধারী ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল।
গত ৪ জানুয়ারি শনিবার বিকেলের দিকে সশস্ত্র সন্ত্রাসী দল ৩ টি খোলা চাঁদের গাড়ি নিয়ে বান্দবান ডলুপাড়া হয়ে ধোপাছড়িতে এসে ধোপাছড়ী বাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে উত্তর ধোপাছড়ির চিড়িংঘাটা পর্যন্ত হেঁটে যায়। এ সময় বাজার এলাকার সাধারণ মানুষ প্রান ভয়ে দিকবেদিক ছুটে যায়।
এ সময় কৃষিকাজে কর্মরত শ্রমিকরা আতংকিত হয়ে পড়ে। সন্ত্রাসীরা উত্তর ধোপাছড়ি চিড়িংঘাটা এলাকায় গিয়ে দিয়াকুল চিড়িংঘাটা ও রাঙ্গুনিয়া সড়ক প্রশস্তকরণ কাজের ঠিকাদার ও কাজে কর্মরত শ্রমিকদেরকে না পেয়ে ঠিকাদার মো সোহেলের নাম্বার সংগ্রহ করে তার মোবাইলে বিকেল সাড়ে ৪ টার সময় ফোন করে তিনদিনের মধ্যে কাজের সিডিউল সহ যোগাযোগ করার নির্দেশ দেন বলে জানা যায়। তারা প্রকাশ্যে ৩/৪ ঘন্টা অবস্থান করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইনের সাথে কথা বলে জানা যায় তিনি বিষয়টি শুনেছেন। তারা নাকি কাজের ঠিকাদারকে খুজে না পেয়ে কিছুক্ষণ পড়ে চলে যান।তবে সাধারণ জনগনের কোন ক্ষতি করেনি। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন এব্ং ধোপাছড়ি পুলিশ ফাঁড়িকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :