AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে ভুল আগাছা নাশক ঔষুধে  কৃষকের ৩০০ বিঘা জমির রসুন পুড়ে নষ্ট


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
১১:৫২ এএম, ৬ জানুয়ারি, ২০২৫
বড়াইগ্রামে ভুল আগাছা নাশক ঔষুধে  কৃষকের ৩০০ বিঘা জমির রসুন পুড়ে নষ্ট

নাটোরের বড়াইগ্রামে কীটনাশক ও বালাইনাশক বিক্রেতার ভুল ঔষুধ প্রদানে কৃষকের ৩০০ বিঘা জমির সাদা সোনা খ্যাত রসুন পুড়ে নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বড়াইগ্রাম উপজেলার কৃষি অধিদপ্তরের আওতাধীন বাগডোব ও রয়না ব্লকে। 

সরজমিনে ঘুরে দেখা গেছে ক্ষতিগ্রস্ত জমিগুলোর প্রায় সবগুলো রসুন গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণের জন্য আহাজারি করছে। তাদের অভিযোগ রসুনের জমিতে আগাছা জন্মালে তারা বড়াইগ্রাম ইউনিয়নের লেউতি মোড়ের মিন্টুর সারের দোকানে যায়। মিন্টুর কাছে আগাছা দমনের জন্য ঔষধ চাইলে মিন্টু লাইসেন্সবিহীন এম এস এগ্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেডের অর্কিড-৭০ ডাব্লিউ জি নামের একটি আগাছা নাশক ওষধ দেন। এবং বলেন এটি প্রয়োগে আগাছা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং রসুনের কোন ক্ষতি হবে না। কৃষকরা বিশ্বাস করে উক্ত ঔষধ তাদের জমিতে স্প্রে করলে সমস্ত রসুনের গাছ পুড়ে নষ্ট হয়ে যায়। 

অভিযুক্ত মিন্টু খাকসা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং লেউতির মোড়ে মিন্টু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। এ ব্যাপারে মিন্টুর কাছে জানতে চাইলে মিন্টু সাংবাদিকের কাছে বিক্রির কথা স্বীকার করেন। সাংবাদিক তার দোকানে সেই ঔষধ প্রত্যক্ষ করেন । অভিযুক্ত মিন্টু বলেন এই আগাছা নাশক আমি থানার মোড়ের আকরামের দোকান থেকে পাইকারি কিনে এনেছি। 

ওষুধটির গুণাগুণ সম্পর্কে না জেনে আপনি বিক্রি করলেন কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিন্টু সাংবাদিকের উপরে চড়াও হন এবং এলাকার কিছু নেতাকর্মীকে ডেকে এনে সাংবাদিকের উপরে আক্রমণ করেন । তবে মিন্টু বলেছেন 300 বিঘা হবে না দেড় ২০০ বিঘার মত হবে। এ সময় তার দোকানের সামনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দাবি সহ বিক্ষোভ করতে দেখা যায়। সাংবাদিকের সাথে কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষকের কথা হয়। তারা জানান আমরা গরীব মানুষ ধার দেনা করে জমি লিজ নিয়ে রসুনের চাষ করেছি। আশা করেছিলাম রসুন বিক্রি করে ধার দেনা শোধ করব। কিন্তু মিন্টুর দেওয়া ঔষধের কারণে আমাদের রসুন পুড়ে নষ্ট হয়ে গেছে। আমরা পথে বসে গেছে। এখন যদি আমরা ক্ষতিপূরণ না পাই মরণ ছাড়া আমাদের কোন উপায় নেই। আমরা এর যথাযথ ক্ষতিপূরণ চাই এবং কর্তৃপক্ষের নিকট মিন্টুর শাস্তি দাবী করছি।

এ ব্যাপারে কথা বলার জন্য বড়াইগ্রাম উপজেলা কৃষি অধিদপ্তরে কয়েকদিন গিয়েও কৃষি অফিসার কে পাওয়া যায়নি। পরে উক্ত ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি অফিসার হযরত আলীর নিকট জানতে চাইলে তিনি কৃষি অফিসারের অনুমতি ছাড়া মোবাইলে কথা বলতে অ স্বীকৃতি জানান। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসকে জানালে সে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!