AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে মদনের ইউএনও


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০১:৪৭ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে মদনের ইউএনও

কনকনে শীতে কাঁপছে সাড়া দেশ এতে চরম বিপাকে  হাওড় অঞ্চলের জনপদ মদন উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অহনা জিন্নাত।

এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। রবিবার গভীর রাতে হঠাৎ করেই মদন উপজেলার মদন আশ্রয়ন প্রকল্পের  অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে তার নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে। 

স্থানীয় জন সাধারণ ও প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে এভাবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বডিং, হাফিজিয়া মাদ্রাসাসহ ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। কনকনে শীতের রাতে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপল্লুত হয়ে পড়েন।এ শীতবস্ত্র উপজেলার গ্রামে গ্রামে ঘুরে ছিন্নমূল গরীব ও অসহায় শীর্তাত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানান, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া শীতবস্ত্র (কম্বল) তাদের অনেকটাই রক্ষা করছে।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!