সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের পারকোলা উত্তরপাড়ায় এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণালংকার ও ইউএস ডলার সহ মোট ৩০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, গতকাল রবিবার গভীর রাতে উপজেলার পারকোলা উত্তরপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়ির গ্রীল কেটে ৮/১০ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে বাড়িতে অবস্থানরত রুহুল আমিনের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাতদলের সদস্যরা।
খবর পেয়ে সকাল ৬টায় শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল রাত আনুমানিক ৩টায় বাড়ির রান্নাঘরের বারান্দার গ্রিল কেটে ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে জাহাঙ্গীর, তার স্ত্রী সালমা খাতুনসহ ৬ জনকে হাত পা বেধে আটকে রেখে প্রায় দেড় ঘন্টা লুটপাট চালায়। এসময় নগদ প্রায় ৫ লক্ষ টাকা, ১০ ভরি সোনা ও ১৩ হাজার ইউএস ডলার নিয়ে যায় তারা।
এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অপরদিকে ডাকাতি খবরে শাহজাদপুর উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :