নেত্রকোনার মদনের খাগুরিয়া দাখিল মাদ্রাসার বাউন্ডারির ভেতরের জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি তুলে বিক্রি করায় বুলবুল মিয়া (৫০) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। দাতা কমিটির সদস্য এমদাদুল ইসলাম ও দুলাল মিয়া নামের দুই ব্যক্তি। উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত বুলবুল মিয়া উপজেলা কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, কমিটির কিছু লোকজনের অবহেলায় দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি বন্ধ ও পরিতক্ত অবস্থায় পড়ে আছে ।
মাদ্রাসা বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার সুযোগে গ্রামের অসাধু কিছু ব্যক্তির পরামর্শে বুলবুল মিয়া মাদ্রাসার জমি দাতাদের নিষেধ অমান্য করে জোরপূর্বক ভাবে ভেকু দিয়ে মাদ্রাসার সামনে সমতল ভূমি থেকে মাটি উঠিয়ে অন্যত্র বিক্রি করে দেয়।
এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসসহ বিভিন্ন দপ্তরে তারা লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত বুলবুল মিয়ার কাছে মাদ্রাসার মাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান, এবং সাক্ষাতে আপনাদের সাথে কথা হবে বলে জানান।
খাগুরিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বরকতুল্লা জুয়েল বলেন, মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ পুনরায় মাদ্রাসা চালু করা হবে খবর শুনে বুলবুল ও লিটন মেম্বার দ্রুত ভেকু দিয়ে মাটি বিক্রি করে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারি এ বিষয়ে জানান, মাদ্রাসাটি সরকারি এমপিও ভুক্ত না হওয়ায় আমরা থানায় লিখিত অভিযোগ দেয়ার করার জন্য পরামর্শ দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান অভিযোগটি এখনো আমি হাতে পাইনি। আমার কাছে আসলে আমি প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :