AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার


ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীর সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৬ জানুয়ারি) ভোররাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। 

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর  নির্দেশে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হকসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আনোয়ার হোসেনকে  আমদানী নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিলসহ  আটক করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মুল্য প্রায় তিন লক্ষ টাকা। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মুলে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!