শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক একসাথে গড়ি সমৃদ্ধ শিক্ষা ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ৬ জানুয়ারি সোমবার দুপুরে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালকবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম উদ্দিন তোহা, ছাত্র অভিভাবক নুরুল আমিন মাস্টার, ছাত্র অভিভাবক সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয় পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয়ে এসে আমাদের সন্তানদের খোঁজখবর নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। প্রাইভেট কিংবা কোচিং এর উপর নির্ভরশীল না হয়ে শ্রেণিকক্ষে বেশি মনোযোগ দিতে হবে। শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকতে হবে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :