ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) শহীদ আকরামুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় নগরকান্দা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের একাংশের আয়োজনে কলেজ ছাত্র দলের সদস্য সচিব আলী আকবর ও মাহমুদুল হাসান বাবুর সঞ্চলনায় উপজেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিখন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি মাহবুবুর আলী মিয়া, আশরাফ আলী, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসান টিটু, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুবদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়াব, জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক খায়রুল ইসলাম নোমান, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন, পৌর ছাত্রদল নেত সাইফুল আলম সুজন, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমরান শিকদার প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :