AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তায় প্রাচীর নির্মান, ভোগান্তিতে ৪০ পরিবার


Ekushey Sangbad
লাতিফুর রহমান, ঠাকুরগাঁও
০৭:৩৪ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
রাস্তায় প্রাচীর নির্মান, ভোগান্তিতে ৪০ পরিবার

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে চলমান পাকা রাস্তায় হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মান করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঐ পরিবারগুলি। তবে অভিযোগ ঠিক নয় বলে দাবী প্রাচীর নির্মানকারীরা।


স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-গোদাগাড়ি পাকা সড়কের দৌলতপুর এলাকায় মুল সড়কে থেকে পূর্বদিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় কয়েকদিন আগে হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মান করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন ঐ এলাকার দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন। এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় ৪০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। সাহালমসহ স্থানীয় কয়েকজনের অভিযোগ মুল পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার সরকারী রাস্তায় দেলোয়ারের পরিবার বাড়ি ঘড় নির্মান করে রেখেছেন আর তাদের ব্যক্তি মালিকার পাকা রাস্তাটি এখন প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়ে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। রাস্তায় প্রাচীর দেওয়ার ফলে তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে কেউ অসুস্থ্য হলে বা কেউ মারা গেলে সেখান থেকে বের করার মত কোন ব্যবস্থা নেই। সেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসও যাওয়ার কোন সুযোগ নেই। তারা অত্যান্ত দুর্ভোগের মধ্যে রয়েছেন। ছেলে মেয়েরা স্কুলেও যেতে পারছে না।


এ বিষয়ে প্রাচীর নির্মানকারী দেলোয়ার বলেন, সরকারী রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। যেখানে প্রাচীর দিয়েছেন সেটি তাদের ব্যক্তি মালিকার সম্পত্তি। ব্যক্তি মালিকানার সম্পত্তিতে প্রাচীর দিয়েছেন তারা।


সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!