AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আ’ লীগের ৮ নেতাকর্মী আত্মসমর্পণ করে গেলেন কারাগারে


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
১০:০৩ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
আ’ লীগের ৮ নেতাকর্মী আত্মসমর্পণ করে গেলেন কারাগারে

বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জামালপুর ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মাহমুদা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণ করা নেতাকর্মীরা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আতোয়ার হোসেন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মতিউর রহমান মতি।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন। এদিকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। এটি ছিল প্রথম ধাপ। পর্যায়ক্রমে অনেক নেতাকর্মী এভাবেই আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!