AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটি গঠিত


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
১০:০৮ পিএম, ৬ জানুয়ারি, ২০২৫
তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটি গঠিত

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ও ঢাকার মাইক্রোফাইবার গ্রুপের মহা-ব্যবস্থাপক শাহ মো. জেকরুল ইসলাম সুজন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ২০০২ ব্যাচের শিক্ষার্থী ও জামালপুর রেসিডেন্টসিয়াল মডেল কলেজের অধ্যাপক জিল্লুর রহমান।

অ্যালামনাই এসোসিয়েশনের সমন্বয়ক পরিষদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও রেডিও তেহরান বাংলা’র সম্পাদক আশরাফুর রহমান আকন্দ। অপর দুই সমন্বয়ক হলেন- এরিস্টোফার্মা লিমিটেড-এর ডেপুটি সেলস ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এবং ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী রেজিস্টার মো. রফিকুল ইসলাম রিমন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকার মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হযরত বিল্লাল। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন যথাক্রমে মোহাম্মদ জগলুল পাশা (১৯৯৩), আরিফুর রহমান (১৯৯৩), জিয়াউর রহমান তরফদার (১৯৯৫), শাহ মহব্বতুল আহাদ (১৯৯৬), মিজানুর রহমান রাজু (১৯৯৮), বিজয় কুমার নয়ন (২০০০), জগলুল পাশা (২০০২) এবং শাহ আব্দুল্লাহ সবুজ (২০০২)।

আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পাঁচজন। তারা হলেন- শাহ মামুনুল আহাদ (১৯৯৯), ২০০১ ব্যাচের সাইফুল ইসলাম ও শাহ রিগ্যান, রুবেল মাসুদ (২০০৩) এবং আশিকুর রহমান (২০১৩)।

কমিটির সদস্যরা হলেন- ফজলুর রহমান (১৯৮৭), হাজেরা খাতুন (১৯৯৫), আব্দুল্লাহ আল আমিন (১৯৯৬), শাহ মো. রিপন মিয়া (১৯৯৮), কল্লোল সরকার (১৯৯৯), ২০০০ ব্যাচের শাহ ভুলনা খাতুন ও মুখলেছুর রহমান, তাজুল ইসলাম (২০০১), ২০০২ ব্যাচের রাসেল আহমেদ, বিলাস তরফদার ও মিনহাজুল ইসলাম, ২০০৩ ব্যাচের জিয়াউর রহমান, শাহ মুরাদ হাসান রাকিবুল ইসলাম রঞ্জু ও মানিক, ২০১২ ব্যচের মুরাদ শাহ মিল্টন, সেলিম আকন্দ (২০১১), তানজিম আহম্মেদ ইমরান (২০১৬) এবং তানভীর আহম্মেদ রোমানী (২০১৭)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৫৩ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তেঘরিয়া সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক, সহমর্মিতা ও সহযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে ২০২৪ সালের ৫ জানুয়ারি ‘তেঘরিয়া শাহেদ আলী হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশন’-এর যাত্রা শুরু হয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সমাজকল্যাণমুলক একটি সংগঠন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!