নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেয়ার দাবিতে শিক্ষার্থীরা তাঁতবোর্ড চেয়ারম্যানসহ ১৫ জন কর্মকর্তাকে টানা ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখে৷ সবশেষ, রাত ৯ টার দিকে তাঁতবোর্ড চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী আগামী ১৩ জানুয়ারির মধ্যে দাবীর বিপরীতে জরুরী সভার আয়োজন করবে মর্মে লিখিত পত্রে স্বাক্ষর করলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এর আগে, সোমবার ( ৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে সাহেপ্রতাপ এলাকায় অবস্থিত ক্যাম্পাসের একটি কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, তাঁত বোর্ডের অধীন থেকে বস্র অধিদপ্তরের আওতায় তাদেরকে কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ছাড়াও সভা সমাবেশ ও মানববন্ধন করে। ফলশ্রুতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ হয়নি।
তাঁতবোর্ড কর্মকর্তারা আজ ক্যাম্পাস পরিদর্শনে আসলে তারা একটি কক্ষে অবরুদ্ধ করে কর্মকর্তাদের৷ আলোচনায় কোনো সমাধান না আসায় টানা ৭ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় তাঁতবোর্ড চেয়ারম্যানকে। পরে, চেয়ারম্যানের স্বাক্ষরিত পত্রে আশ্বাস পেলে শিক্ষার্থীরা অবরুদ্ধ অবস্থা থেকে সরে দাঁড়ায়। শিক্ষার্থীদের অভিযোগ, এখানে ভর্তি হওয়ার পর বাড়তি ফি গুনলেও পাচ্ছেনা মানসম্মত সেবা।
তাঁতবোর্ড চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকীর স্বাক্ষরিত পত্রে লিখা ছিলো, ১৩-০১-২০২৪ রোজ সোমবারের মধ্যে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের দাবির বিষয়ে বস্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে জরুরী সভা আয়োজনের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, প্রধান দাবী নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে। তাঁত বোর্ড চেয়ারম্যান বের হয়ে যাবার সময় সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :