AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলীর সংবাদ সম্মেলন


বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  বিরাজমান শিক্ষা পরিস্থিতি বিষয়ে সাবেক এমপি এম আকবর আলী সংবাদ সম্মেলন করেছেন। পৌর এলাকার ঝিকিড়া মহল্লার মামুন হলে সোমবার ( ৬ জানুয়ারী )  বিকেল সাড়ে চারটায় এ সংবাদ সম্মেলন হয়। এতে সিরাজগঞ্জ - ৪ ( উল্লাপাড়া ) আসনের বিএনপির সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী শিক্ষা প্রতিষ্ঠানে লটারী পদ্ধতিতে ভর্তি বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ভর্তি পদ্ধতি চালুর বিষয় জানান।  উল্লাপাড়া উপজেলায়  শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব ও প্রাধান্য দিয়ে তিনি কাজ করে আসছেন। উল্লাপাড়ায় প্রতিষ্ঠা করেছেন সরকারী আকবর আলী কলেজ,  বিজ্ঞান কলেজ , মোমেনা আলী বিজ্ঞান স্কুল, বড়হর স্কুল এন্ড কলেজ।


তিনি বলেন বিগত সময়ে  এ শিক্ষা  প্রতিষ্ঠানগুলোয় আওয়ামী লীগের  নেতাকর্মীরা কমিটিতে থেকে শিক্ষার্থীদের ভর্তি , শিক্ষক নিয়োগে বাণিজ্য করেছে। তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নানা  বাণিজ্য আর  শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম করেছে। সাবেক এমপি এম আকবর আলী আরো বলেন আবারো যদি তিনি জাতীয় সংসদ সদস্য  হলে উল্লাপাড়ায়  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন। তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিগত সময়ে আওয়ামী লীগের  কাজী এহসানুল হাসান সন্টু, আওয়ামী লীগের সাবেক এমপির পিএস মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, আরেক পিএস ইঞ্জিনিয়ার শওকাত ওসমান  মোমেনা আলী বিজ্ঞান স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক রকিবুল ইসলামের সাথে যোগাসাজেস  করে চারটি ব্যাংক থেকে   প্রায়  ১০ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ৪১৮ টাকা  আত্মসাত করেছেন। এদের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।


সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন  সাবেক এমপি‍‍`র সহধর্মিণী লায়ন মোমেনা আলী, উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হেলাল সরকার, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন , উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, সমাজ সেবক জাহিদ হোসেন , সিনিয়র সাংবাদিক কল্যান ভৌমিক ,  এ.আর জাহাঙ্গীর,  মো. নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম সবুজ  , মো. আব্দুস সাত্তার,  সাহারুল হক সাচ্চু , আল আমিন , আনিছুুর রহমান লিটন , মইনুল হোসাইন , আতাউর রহমান রাজু,  রাজু আহমেদ সাহান, রায়হান আলী , আবু বক্বার সিদ্দিক বাবু , আল মাহমুদ , আলমগীর হোসেন , আমিনুল ইসলাম , বায়েজীদ হোসেন ,মেসবাউল হক মাসুম প্রমুখ।


একুশে সংবাদ///র.ন
 

Link copied!