ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সংঘষে মাইক্রোবাসটি যাত্রীসহকারে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :