AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙ্গায় ১৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৩:৩৪ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
মাটিরাঙ্গায় ১৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ

খাগড়াছড়িতে সরকারী শুল্ককর ফাকি দিয়ে সীমান্ত পথে অবৈধ ভাবে নিয়ে আসা ১৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙা সেনা জোনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনা সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গতকাল ভোর রাতের দিকে কাভার্ড ভ্যানে করে  খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ভারতীয় অবৈধ সিগারেটের একটি বড় চালান পাচার করছে একটি চক্র। 

তৎক্ষনাৎ মাটিরাঙ্গা সেনা জোনের আরপি গেইট সংলগ্নে একটি চেক পোষ্ট বসিয়ে কাভার্ড ভ্যান গাড়ী তল্যাশী করে এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেট = অরিসঃ ৪২৬ কাটুন, = ৪২৬০ প্যাকেট, পেটরনঃ ২৬৯কাটুন, = ২৬৯০ প্যাকেট, যার আনুমানিক বাজার মূল্যঃ ১৪ লক্ষ টাকা।

মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল কামরুল হাসান পিএসসি জানান, আটককৃত এসব অবৈধ সিগারেট গুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এবং সকল অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!