AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেমের সম্পর্কের জেরে মেয়ের বাবার দোকান ভাংলেন ছেলের বাবা


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৩:৫৫ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
প্রেমের সম্পর্কের জেরে মেয়ের বাবার দোকান ভাংলেন ছেলের বাবা

ছেলে - মেয়ের প্রেমের সম্পর্কের জেরে মেয়ের পিতার মুদি দোকান ভাংলেন ছেলের পিতা। রবিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পাঁচলিয়া গ্রামে। তাঁর জায়গায় দোকান থাকায় ভেংঙ্গে দেয়া হয়েছে বলে দাবি সিদ্দিক হোসেনের। ওই ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।

জানা যায়,কোটচাঁদপুরের পাঁচলিয়া গ্রামের সিদ্দিক হোসেন ও খায়রুল হোসেনের ছেলে মেয়ের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। সে সুত্র ধরে তারা দুই জন পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর ছেলের পিতা বাদি হয়ে  থানায় অভিযোগ করেন। এর কিছু দিন পর ছেলে মেয়েকে উদ্ধার করে বিষয়টি মিমাংসা হয়। গেল রবিবার সিদ্দিকের ছেলেকে খায়রুলের মেয়ে আবারও নিয়ে গেছে বলে অভিযোগ তোলেন সিদ্দিক। সেই ক্ষোভে খায়রুলের দোকান ভেঙ্গে দেয়া হয়েছে বলে অভিযোগ  ভুক্তভোগীর। এতে করে তাঁর ৪০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

ছেলের পিতা সিদ্দিক হোসেন বলেন,আমার ছেলেকে তারা অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে তাঁর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে গোপন করে রাখেন। পরে আমি থানায় অভিযোগ করে,বেশ কিছু দিন পর উদ্ধার করে নিয়ে আসি। এরপর তারা আবারও আমার ছেলেকে ফুসলিয়ে নিয়ে গেছেন।

তিনি বলেন,এ ছাড়া ওই দোকানটি আমার জায়গায় ছিল। আমি দোকানটি সরিয়ে নিতে বলি। সে সরিয়ে না নেওয়ায় আমার ছেলেদের দিয়ে ভেঙ্গে দিয়েছি।

মেয়ের পিতা খাইরুল হোসেন বলেন,তাঁর ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক ছিল। সে সুত্রে তারা চলে গিয়ে বিয়ে করেন। এতে আমার কি দোষ। পরে বিষয়ট মিমাংসাও হয়। তবে সিদ্দিক যে অভিযোগ করছেন সেটা মিথ্যা কথা। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমার দোকানটি ভেঙ্গে দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। 

কোটচাঁদপুর থানার (পিএসআই) অভিযোগ পাওয়ার ঘটনাস্থলে গিয়ে ছিলাম। দোকান ভেঙ্গে ফেলার ঘটনা সত্য। তবে বিবাদীর দাবি তাঁর জায়গায় দোকান থাকায় ভেঙ্গে দিয়েছেন। 

তিনি বলেন, মূলত ছেলে মেয়ের সম্পর্কের জেরে এ ঘটনা। বাদি পক্ষ যদি মামলা করেন, তাহলে মামলা হয়েছে যাবে। আর যদি তারা বসে মিমাংসা করে নেন, সেটা তাদের ব্যাপার। তবে দোকান যে ভাংচুর হয়েছে, সেটা সঠিক। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!