মিথ্যা অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলনের বিরুদ্ধে। জানা যায় গত ৪ই জানুয়ারি (শনিবার) উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পাকুন্দা এলাকায় কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভুঁইয়ার সভাপতিত্বে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের (সাবেক) সভাপতি ডাক্তার শাহিন মিয়া, সোনারগাঁ থানার কৃষক দলের আহ্বায়ক মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু সহ জেলা উপজেলা কৃষক দল ও বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।
বিষয়ে ভুক্তভোগী কৃষক দলের সভাপতি প্রার্থী এম এ মিলন ভুঁইয়া বলেন, বিএনপি ব্যথিত অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।কিন্তূ কিছু কুচক্রী মহল কৃষক দলের সমাবেশ শুরু থেকেই বানচাল করার জন্য অপচেষ্টা করে। তাঁরই ফলশ্রুতিতে সমাবেশ সফল হওয়ার পর বিভিন্ন গনমাধ্যমে বিভ্রান্তিমূলক ও মিথ্যা সংবাদ উপস্থাপক করছে।আমার ভাই আশরাফুল ইসলাম ভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল সেটা অনস্বীকার্য।সেটা তার ব্যক্তিগত ব্যপার। কিন্তূ আমি সবসময় আমার বুকের বিএনপি কে লালন পালন কেরেছি, করছি, এবং করবো। আমার ব্যক্তি জীবনে আমি বিএনপি ব্যতীত অন্য কোন রাজনীতি করিনি। বিগত সময়ে স্বৈরাচার সরকার কে আমি কখনো সমর্থন করিনি।
তাই আমার দেশ বাসী ও দলীয় নেতৃবৃন্দের কাছে দাবি যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :