AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেতু ধেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:২৮ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
সেতু ধেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ জেলার মুক্তারপুর সেতু থেকে লাফ দিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপর থেকে লাফ দিয়ে নিচের সড়কের উপর পড়ার পরও ওই যুবক বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য উদ্যোগী হতে ঘটনাস্থলে থাকা কাউকে দেখা যায়নি।

প্রাণ থাকা যুবককে ছটফট করতে দেখা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি আহত ওই যুবককে পাশে দাড়িয়ে মৃত্যু যন্ত্রণার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করায়  ব্যাস্ত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) মুন্সীগঞ্জ অংশের ধলেশ্বরী নদীর তীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের উপর এক যুবক পায়ের জুতা খুলে সেতু থেকে লাফিয়ে পরে। নিচে পরার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। 

স্থানীয় কয়েকজন অভিযোগ করে জানান, ঘটনার সাথে সাথেই জাতীয় হেল্পলাইন নাম্বার ৯৯৯-এ কল করলেও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে দুই ঘন্টা পর দুপুর ১২ টায় সে খবর পৌঁছায়। অথচ ঘটনাস্থল থেকে থানার দুরত্ব মাত্র ৩ কিলোমিটার। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ও ঘটনাস্হল থেকে দেখা যায়।

এরপর পুলিশ না আসায় দুপুর ১২টার দিকে মরদেহটি স্থানীয় লোকজন তুলে নিয়ে ভ্যানে করে মুক্তি জেনারেল হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ৯৯৯ থেকে তথ্য পেয়ে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারি মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার পরিচয় শনাক্ত করার পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!