AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু


বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ সাফিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ করলডেঙ্গা চম্পা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। 

সাফিন ওই এলাকার ওবায়দুল হকের ছেলে। ১০ নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসার হেফ্জ বিভাগের শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার সহ-সুপার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী বলেন, সকাল ১০টা থেকে সাফিনকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৪টার দিকে গ্রামের এক লোক গোসল করতে গেলে পুকুরে সাফিনের মরদেহ দেখতে পান। 

তিনি জানান, ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সাফিন সবার ছোট ছিলো। ৫ বছর আগে সাফিনের মতো তার বড় ভাই মো. রিয়াজও পুকুরে ডুবে মারা গিয়েছিলো। 

স্থানীয়রা জানান, সকালে মায়ের সাথে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিল সাফিন। এ সময় সাফিন নানার বাড়িতে খেলছিলো। এর একপর্যায়ে সাফিনকে দেখতে না পেয়ে সাফিনের মা ছেলে বাড়ি ফিরে গেছে মনে করে তিনি ও বাড়ি ফিরে যান। পরে ছেলেকে বাড়িতেও দেখতে না পেয়ে শুরু হয় খোঁজখুঁজি। 

বিকেলে সাফিনের মরদেহ মিলে পুকুরে। রাত ৯ টায় স্থানীয় বিদ্যালয় মাঠে জানাযার নামাজের পর সাফিনের দাফন সম্পন্ন করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!