বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁর মান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চকউমেদ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নূরুল্যাবাদ ইউনিয়ন শাখার সভাপতি কাজেম উদ্দিন কবিরাজ । এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শাহীনূর ইসলাম শাহীন।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নূরুল্যাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী (টিপু),বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলা শাখার আহবায়ক এমদাদুল হক সুলতান প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলা শাখার সচিব এজানুর রহমান প্রমূখ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নওগাঁ জেলা শাখার সদস্য আব্দুল কাদের,মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও সোহরাব হোসেন এবং পরানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিদ্দিকুর রহমানসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :