আধা ঘন্টার জন্য বিনা পয়সার বাজার বসেছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে চাল, ডাল, সয়াবিন তেল, মাছ-মাংস, লবন-চিনি ও শীতকালীন সবজি বিনা পয়সা সদাই কিনেছেন ২`শ দরিদ্র মানুষ।
মঙ্গলবার বিকাল ৫টায় আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির আয়োজনে গ্লোবাল রিলিফ ট্রাষ্টের অর্থায়নে উত্তরাঞ্চলের প্রতিনিধি মুফতি শরিফুল ইসলামের তত্বাবধানে দ্বিতীয় বার বালিয়াডাঙ্গীতে বিনা পয়সার বাজার বসানো হয়।
বাজারের কার্যক্রম উদ্বোধন করেন গ্লোবাল রিলিফ ট্রাস্টের হেড অব প্রোগাম এন্ড অপারেটর জব্বার ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন আন্তজার্তিক মিডিয়া ব্যক্তিত্ব ও জিরআরটির এ্যাম্বাসেডর মারইয়াম মাসুদ, তার বাবা মাসুদুর রহমান, গন উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন, জমিরিয়া মাদরাসার শিক্ষক রবিউল আউয়াল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম প্রমুখ।
এর আগেও গত বছরের এপ্রিল মাসে বিনা পয়সার বাজারের আয়োজন করেছিল আন্তর্জাতিক দাতা সংস্থাটি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :