টাংগাইলে ধনবাড়ী উপজেলাতে ফসল উঠে গেছে কৃষকের ঘরে। আমন ধানের মাঠ এখন ফাঁকা। সেই মাঠে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে তৈরি করা হয়েছে বৃত্তাকার মাঠ। দুই পাশে হাজারো মানুষ। কেউ বসা, আবার কেউবা দাঁড়িয়ে। মাঝখানে প্রাণপণ ছুটছে প্রতিযোগী ঘোড়া। ঘোড়ার পিঠে সওয়ারি। গতি বাড়াতে ঘোড়ার পিঠে পড়ছে চাবুকের ঘা। সময়ের সঙ্গে সঙ্গে এক ঘোড়া থেকে অন্য ঘোড়ার বাড়ে ব্যবধান। একসময় সব ঘোড়াকে পেছনে ফেলে এগিয়ে যায় একটি ঘোড়া। মাঠভরা দর্শক সেই ঘোড়া ঘিরে মেতে ওঠে জয়োল্লাসে।
টাংগাইলে ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নে পঞ্চশী গ্রামে আজ মঙ্গলবার ৭-১-২০২৫(জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় বানিয়াজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে হয়ে গেল ঐতিহ্যের এমন এক ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নেমেছিল।
পৌষের বিকেলে হিমেল বাতাসের মধ্যেও মাঠে ভিড় করতে শুরু করে শিশুসহ নানা বয়সী মানুষ। একে একে মালিক ও ঘোড়সওয়ার ঘোড়াগুলো নিয়ে মাঠে নামতে শুরু করলেন। সাদা, কালো, লাল—হরেক রঙের ঘোড়া। ঘোড়াগুলোর নামও বাহারি। এসব ঘোড়াকে কেউ ঘোড়া বলে ডাকে না। স্বভাব আর চরিত্রভেদে নাম থাকে নানা রকম। কোনোটির নাম ‘রেড হর্স’। আবার কোনটি ‘তুফান’। এ ছাড়া আছে ‘বাংলার বাঘ’, ‘পঙ্খীরাজ’, ‘ময়না’, ‘রাজাবাবু’, ‘বুলেট’, ‘পুষ্পা’সহ অনেক নামের ঘোড়া। আর তা ঘিরে দর্শকদের উৎসাহ বাড়তে থাকে। হাততালি দিয়ে তারা স্বাগত জানায়। কেউ কেউ ঘোড়ার সঙ্গে ছবি তোলেন।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় মোঃ কামরুজ্জামান স্বপ্ন সাধারণ সম্পাদক বাংলা দেশ জাতীয়তাবাদী দল,বানিয়াজান ইউনিয়ন এর সঞ্চালনায়, রফিকুল ইসলাম চান সভাপতি বানিয়াজান ইউনিয়ন বিএনপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফকির মাহবুব আনাম (স্বপন)সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শামছুজ্জামান সুরুজ সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল,টাংগাইল জেলা,হাফেজ খাইরুল ইসলাম (মুন্সি) সহ সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি সহ ছাত্র দল যুব দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অবশ্যই ছিলেন।
আয়োজক কমিটি বলেন ‘গ্রামীণ ঐহিত্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে বানিয়াজান ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং এই এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় ঘোড় দৌড়ের। ভালো লাগা আর গ্রামীণ ঐহিত্যবাহী টিকিয়ে রাখতে এমন আয়োজন করি। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :