`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই` স্লোগানে চলমান তারুণ্যের উৎসবের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুদিন ব্যাপী আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজন মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে সেশন পরিচালনা করেন মনোবিজ্ঞানী ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল ইসলাম।
কর্মশালায় উপজেলার স্বাস্থ্য সহকারীগণ, পরিবার কল্যাণ সহকারীগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীগণ, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকমণ্ডলী অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, প্রতি বছর আত্মহত্যায় কেন্দুয়া উপজেলায় অনেক মানুষ অকালে প্রাণ হারায়, যাদের একটি বড় অংশ কিশোর-কিশোরী। কিছু বিজ্ঞানভিত্তিক কৌশল অবলম্বন করে সহজেই আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। এ উদ্দেশ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের অংশ গ্রহণে এ বিশেষ উদ্যোগ। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে- একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :