AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই

মুন্সীগঞ্জে ৫২ দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:২১ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জে ৫২ দিনব্যাপী তারুণ্যের উৎসব  শুরু

‍‍`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍` এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে শুরু হলো ৫২ দিন ব্যাপী তারুণ্যের উৎসব। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ছাত্র-জনতাকে নিয়ে ৫২ দিনব্যাপী এই ‍‍`তারুণ্যের উৎসব‍‍` শুরু হয়েছে।

রবিবার সকালে শতাধিক মানুষ নিয়ে একটি বর্ণাঢ্য র্্যালী বের হয়। পরবর্তীতে ডিসি অফিস মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান, ‍‍`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍` প্রতিপাদ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেমিনার, ওয়ার্কশপ, তারুণ্য মেলা, দেয়ালিকা, প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে এই তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে। যা আগামী ৫২ দিন পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম, সরকারি হরগঙ্গা কলেজের সহকারী অধ্যক্ষ কামরুজ্জামান খান, ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দ।

একুশে সংবাদ/ এস কে
 

 


 

 

 

Link copied!