AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফ‍‍`র অবৈধভাবে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
১১:১৪ পিএম, ৭ জানুয়ারি, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফ‍‍`র অবৈধভাবে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে  বিজিবি ও বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা চলছে। 
এরইমধ‍্যে ওই সীমান্তে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিকেলে দুইদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সিধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সর্তকাবস্থানে রয়েছে।

জানাগেছে, আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস ও ২এস এলাকায় পাঁচ/ছয় মাস আগে বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম‍্যানসল‍্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ‍্যন্তরে (আন্তর্জাতিক শূণ্যরেখার ১০০ গজের মধ্যে) ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তায় পাশে পুনরায়ঃ কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়।  
এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্হানীয় বাংলাদেশী নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে  বিজিবির সাথে তারাও দিনব‍্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অবস্থান নিতে দেখা যায়।

এদিকে আজ মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডারসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর ও অবস্থান করছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান  গত ৬ জানুয়ারী  সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেষে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাঁধা দেয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। আজ মঙ্গলবার আবারো বিএসএফের পক্ষ থেকে ৬ মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। তিনি আরো জানান পরিস্থিতি  এখন শান্ত  থাকলেও উভয় বাহিনীই সর্তকাবস্থানে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

 

Link copied!