নওগাঁর পত্নীতলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে `এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই` প্রতিপাদ্য বিষয় সমানে রেখে `তারুণ্যের ভাবনা-আগামীর বাংলাদেশ` শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পত্নীতলা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান, বাংলা বিভাগের শিক্ষক ফরিদুল ইসলাম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
এসময় ইউপি সদস্য গোলাপ, সালাহ উদ্দিন, যোগেশ রায়, রশিদা, ফাইমাসহ স্থানীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় শিক্ষার্থী ও শিক্ষকরা তারুণ্যের ভাবনা-আগামীর বাংলাদেশ` গঠনে বৈষম্যহীন দেশ, মানবাধিকার রক্ষা, দুর্নীতি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লিখিত মতামত তুলে ধরেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :