ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি মতবিনিময় সভা, শীতবস্ত্র বিতরণ ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে মত বিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ এবং দলীয় কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার ও কাজি আব্দুল বাতেন, ইয়াসিন মেম্বার,তারাকান্দা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক আসাদুল হক মন্ডল, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান খান, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার।
মতবিনিময় সভা, শীতবস্ত্র বিতরণের আগে ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
মত বিনিময় সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :