হিমেল বাতাসের ঠান্ডায় কাবু উত্তরের জেলা পঞ্চগড়; তাপমাত্রার পারদ বাড়লেও দিনভর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত করে উঠেছে জনজীবন। হিমেল বাতাসের কারণে কাজে যেতে পারেননি অনেক। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেওয়া তথ্য অনুসারে তাপমাত্রা বাড়লেও প্রকট শীত বাড়িয়েছে হিমেল বাতাস। স্থানীয়রা বলছেন বরফঝরা বাতাস বইছে এ অঞ্চলে।
সকাল থেকেই দিনভর দেখা গেছে মেঘলা আকাশের আড়ালে ঢাকা রয়েছে সূর্য। ঘন কুয়াশা না থাকলেও মেঘের আবরণে জেলার প্রকৃতি দেখা গেছে কুয়াশা ঢাকার মতো। বাতাসের কারণে দিনভর স্থানীয়দের গায়ে গরম কাপড় পড়ে থাকতে দেখা গেছে। তীব্র শীতে প্রভাব পড়েছে গ্রামাঞ্চলের গৃহপালিত প্রাণীদের উপর। শীতের তীব্রতায় রক্ষায় থেকে রক্ষা করতে গরু-ছাগল পরানো হচ্ছে পুরোনো কাপড় কিংবা চটের ব্যাগ।
একুশে সংবাদ//ঢা.প//র.ন
আপনার মতামত লিখুন :