AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১২:৩২ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর কোতোয়ালি থানা এলাকার একটি স্থানে এসব নথি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, এই ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে পুলিশ বাহিনী জোরদার চেষ্টা চালাচ্ছে এবং পরে পুরো ঘটনার বিস্তারিত জানানো হবে।

এর আগে, ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খোঁজ পাওয়া না যাওয়ার কারণে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভুঁইয়া।

জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট সংরক্ষিত ছিল। তবে পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে ওই কেস ডকেটগুলো পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, ১২ ডিসেম্বর মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্ট ছিল। এরপর মহানগর আদালত ও পিপি অফিস বন্ধ থাকায় ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও নথিগুলো পাওয়া যায়নি। তাই বিষয়টি থানায় ডায়েরি করার জন্য আবেদন করা হয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!