সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৈত্র বড়হরে ফুল আর ফলের নার্সারী মালিকেরা ব্যবসায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। একেবারে গরীব থেকে কেউ কেউ শুধু ফুল আর ফুলের ও ফলের গাছ বেচে টাকা আয় করে ধনী হয়েছেন। এখানকার নার্সারীর ফুল ও চারা গাছ বিভিন্ন মোকাম এলাকায় পাইকারী বিক্রি হয়। প্রায় পয়ত্রিশ বছর ধরে নার্সারী ব্যবসায় আছেন মো. শাহাদত হোসেন। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে গোটা উপজেলায় বড় ছোটো মিলে ১৬ টি নার্সারী আছে।
উপজেলার বড়হর ইউনিয়নের মৈত্র বড়হরে প্রথম আঃ ছালাম ও তার দুই ভাই আঃ মজিদ ও আবু সাঈদ ফলজ ও বনজ জাতের গাছের নার্সারী করেন। এখন মৈত্র বড়হর এলাকায় বড় ছোটো মিলে প্রায় এক ডজন নার্সারী হয়েছে বলে জানা গেছে। এখানকার নার্সারীর মালিকদের কজন হলেন- এরশাদ মিয়া, মো. শাহীন, আবু বক্বার সিদ্দিক, মানিক মিয়া, রিপন হোসেন, ফজলু মিয়া, খলিল, তাজমীন, আবু সাঈদ, মো. ছালাম।
একতা নার্সারীর মালিক মো. শাহাদত হোসেন বলেন প্রায় পয়ত্রিশ বছর ধরে নার্সারী ব্যবসায় আছেন। তার পিতা আঃ ছালাম এলাকায় প্রথম নার্সারী করেন। এরপর তার পিতার সাথে আরো দুই কাকা নার্সারী ব্যবসা শুরু করেন। প্রতিবেদককে মো. শাহাদত হোসেন বলেন তিনি জমি বাৎসরিক লিজ নিয়ে ফুল ও ফলের নার্সারী করেছেন। পুরো শীতকালসহ বছরের ছয় মাস ফুল ও ফুল গাছের ব্যবসা করেন। আর ছয় মাস নানা ফলের গাছ বিক্রি করেন বলে জানান। তার নার্সারীতে ছয় ধরণের গোলাপ ফুল ও এর চারা গাছ বিভিন্ন মোকাম বাজারে পাইকারী বিক্রি করেন। এছাড়াও তার নার্সারীর নানা ধরণের ফুলের গাছের চারা মোকাম বাজারে পাইকারী বিক্রি করা হয়। আবার ব্যবসায়ীদের কেউ কেউ সরাসরি নার্সারী থেকে ফুল ও ফুলের চারা পাইকারী কেনেন। তিনি বলেন পৈত্রিক মাত্র দুই শতক জমি পেয়েছিলেন। এখন তিনি নার্সারী ব্যবসার আয়ের টাকাও সাড়ে বারো শতক জমি কিনে বসতবাড়ী করেছেন। এছাড়া নগদ টাকায় জমি লিজ নিয়ে নার্সারী করে ব্যবসা করছেন। তার সন্তানদের পড়ালেখা করাচ্ছেন।
মৈত্র বড়হরের মায়ের দোয়া নার্সারীর মালিক আবু বক্বার সিদ্দিক প্রায় বিশ বছর ধরে নার্সারী ব্যবসায় আছেন। তিনি শুধু গোলাপ ফুল ও এর গাছের ব্যবসা করেন বলে জানান। এখন এলাকায় প্রায় চার বিঘা জমিতে নানা জাতের গোলাপ ফুলের গাছ লাগানো আছে। তার বাগানের গোলাপ ফুল ঢাকায় পাইকারী বিক্রি করেন।
একই গ্রামের রাজু পড়ালেখার পাশাপাশি নার্সারী করে ফুল ও ফুলের চারা ব্যবসায় জড়িত আছেন। প্রতিবেদককে বলেন প্রায় পচিশ শতক জমিতে নার্সারী করেছেন। তার নার্সারীর ফুলের চারা ও ফুল পাবনা শহরের একাধিক দোকানে পাইকারী বিক্রি করেন। পুরো শীতকাল এ ব্যবসা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন মৈত্র বড়হর ছাড়াও আরো কয়েক এলাকায় ফুল ও ফলের নার্সারী আছে। এরা নার্সারী করে নিজেরা বেশ স্বাবলম্বী হয়েছেন বলে জেনেছেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :