AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া গ্রুপ ক্যাপ্টেন ও সহযোগী আটক


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৪:২৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া গ্রুপ ক্যাপ্টেন ও সহযোগী আটক

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকা থেকে বিমানবাহিনীর ভুয়া গ্রুপ ক্যাপ্টেন ও তার এক সহযোগী কে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে  র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পেয়ারা বাগান এলাকায়  র‌্যাব ও সেনাবাহিনী যৌথ  অভিযান পরিচালনা করে ।

আটক দুইজন শাহরিযার সুলতান বাবু (৪১) পৌর এলাকার পেয়ারা বাগান মহল্লার মৃত সুলতানা আহমেদের ছেলে ও আবু সালেহ বায়জিদ (২৬) সদর উপজেলার অরুণ বাড়ি এলাকার সাদিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহরিযার সুলতান বাবু গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পে ফোনে নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার এক সহযোগি আবু সালেহ বায়জিদের একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর কাছে সহায়তা চায়। 

পরবর্তীতে ৮ জানুয়ারী ২০২৫ তারিখে তিনি তার সহযোগীর পারিবারিক সমস্যার নিয়ে কথা বলতে ক্যাম্পে আসেন। সেনা সদস্যদের সাথে কথা বলার সময় তার দেওয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহ হয়।

ওই দিন বিকেলে  সেনাবাহিনী ও র‌্যাব বিস্তারিত তদন্তের জন্য তার বাড়ীর এলাকায় গেলে তার দেওয়া পরিচয় এবং সমস্ত তথ্য ভুয়া প্রমাণিত হয়। এই সময় ভুয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী শাহরিযার সুলতান বাবু ও তার সহযোগী আবু সালেহ বায়জিদকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে যৌথবাহিনী।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!