AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগর উপজেলার উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মধ্যনগর উপজেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
০৪:৪০ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
মধ্যনগর উপজেলার উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে, সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে, ব্যতিক্রমধর্মী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আসুন সবাই মিলে মধ্যনগর উপজেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নেই, এই শ্লোগান কে সামনে রেখে, এলাকার বুদ্ধিজীবী জনজীবনের সচেতন মহলের মন্তব্য সংগ্রহের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করেছেন। উন্নয়ন মুখি মানবিক উপজেলা ইউএনও উজ্জ্বল রায় মধ্যনগর উন্নয়ন ভাবনার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুুতি নিচ্ছেন বলে তিনি একথা বলেন। 

এসময় কর্মশালায় অংশগ্রহণ করেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, ছাত্র ছাত্রী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, চেয়ারম্যান বৃন্দ, ট্রইবাল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের, গোল টেবিলে বসেন। এবং লিখিত ও মৌখিক  দাবীদাওয়া উত্তাপন করা হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন, রাজনৈতিক নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোশাহিদ তালুকদার, শিক্ষক প্রতিনিধি গোলাম জিলানী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান বাশার, চেয়ারম্যান প্রতিনিধির সচিব শামীম আহমেদ, ছাত্র প্রতিনিধি মাহমুদউল্লাহ হাসান তহা, শিক্ষক প্রতিনিধি ভূবতী ভুষন তালুকদার, ট্রাইবনাল প্রতিনিধি দশরত হাজং প্রমুখ।

হাওর বেষ্টিত নবগঠিত মধ্যনগর উপজেলার মানুষের জীবন মানের উন্নয়ন করতে ভাবনা বিষয়ক কর্মশালায় এলাকাবাসীর পক্ষে, হাজারো দাবী তুলে ধরেন বক্তারা। যেমন স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘ মিয়াদী পরিকল্পনার ভাবনার কথাই উল্লেখ করা হয়। পরিশেষে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একটি র্য্যলী বের হয়ে সাড়া বাজার প্রদক্ষিণ করেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!